ন্যাভিগেশন মেনু

অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্যেই এই ঈদ উপহার: স্বরাষ্ট্রমন্ত্রী


নিজের প্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার জমানো টাকা নিজ নির্বাচনী এলাকার দরিদ্র মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদুল আযহা উপলক্ষ্যে উপহার হিসেবে বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর মনিপুরীপাড়ার নিজ বাসভবনে ৩১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার প্রত্যেককে ৭ হাজার টাকা করে দেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য এ সৌজন্য উপহার।'

তিনি আরও বলেন, 'মুক্তিযোদ্ধাদের সহায়তায় এগিয়ে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বার্তা আছে সেটি বাস্তবায়িত হলে দরিদ্র মুক্তিযোদ্ধাদের  দারিদ্রতা কিছুটা হলেও লাঘব হবে। এ লক্ষ্যে আমি সকল সামর্থ্যবান মুক্তযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান জানাই।'

আসাদুজ্জামান খান কামাল বলেন, 'অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মুক্তিযোদ্ধাদের সব সময় পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধাদের পাশে থাকা উচিত।'

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বাস্থ্যবিধি মেনে এ টাকা দেন এবং তাদের সঙ্গে ঈদ উপলক্ষ্যে কুশল বিনিময় করেন।

প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে ২ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি যখন থেকে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন, তখন থেকেই প্রাপ্ত ভাতা সঞ্চয় করে নির্দিষ্ট সময় পর পর এ জমানো ভাতা তার নিজ এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের প্রদান করেন।

ওয়াই এ/ এডিবি