ন্যাভিগেশন মেনু

আওয়ামী লীগ সরকারের কারণেই শিক্ষার উন্নয়ন হচ্ছে : মন্ত্রী বীর বাহাদুর


অতীতে অনেক সরকার ক্ষমতায় ছিল কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র -ছাত্রীদের কথা কেউ মনে রাখেনি।

কিন্তু বর্তমান আওয়ামীলীগ সরকার আছে বলে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীরা শিক্ষায় পিছিয়ে ছিল, তাদের মধ্যে আজ শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও উন্নয়ন হচ্ছে।  

বুধবার সকালে বান্দরবান রাজার মাঠে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ ও  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যৌথ আয়োজনে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার । এই সরকারের আমলে শিক্ষার উন্নয়ন হচ্ছে। সরকারের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্টি চাকমা ,মারমা ও ত্রিপুরা ভাষায় বই প্রণয়ন করা হয়েছে এবং শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনই বিনামুল্যে বই বিতরণ করা হচ্ছে।

এবছর পার্বত্য জেলা বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় চাকমা, মারমা ও ত্রিপুরা'র ১৪ হাজার ছাত্রছাত্রীর মাঝে ৩১৯০২ টি নিজ মাতৃভাষার পাঠ্য বই বিতরণ করা হয়েছে।

এছাড়া প্রাথমিক পর্যায়ে ৮৮৭৩২ জন শিক্ষার্থীর মাঝে ৩ লক্ষ ৭১ হাজার ৭ টি ও মাধ্যমিক পর্যায়ে ৫০৫০৪ জন শিক্ষার্থীর মাঝে ৬ লক্ষ ৫৪১১৮ টি নতুন বই বিতরণ করা হয়েছে।

এসময় অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান, বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে:কর্ণেল রেজাউল করিম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মো: সিদ্দিকুর রহমান , উপজেলা শিক্ষা অফিসার মো:তাজরুল ইসলাম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার সোমা রাণী বড়–য়াসহ প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ওয়াই এ / এস এস