ন্যাভিগেশন মেনু

আজ শপথ নেবেন ১৮ বিচারপতি, সুপ্রিমকোর্টের ফুলকোর্ট সভা বাতিল


 হাইকোর্ট বিভাগে স্থায়ীভাবে নিয়োগ পাওয়া ১৮ বিচারপতির শপথ গ্রহণ করবেন আজ। তবে আদালত খোলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে শনিবার (৩০ মে) বিকেল ৩টায় যে ফুলকোর্ট সভা ডাকা হয়েছিল তা বাতিল করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

গত ২৪ মার্চ করোনাভাইরাসের কারণে এক আদেশে দেশের সকল আদালতে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটি সাথে মিলিয়ে এই ছুটি ঘোষণা করা হয়েছিল। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সাধারণ ছুটি কয়েকদফা বাড়িয়েছে। সর্বশেষ ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। 

এমন অবস্থায় সুপ্রিম কোর্ট প্রশাসনও সরকারের সঙ্গে তালমিলিয়ে আদালতের ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ায়। ছুটি শেষ হওয়ার পর এ অবস্থায় আদালতে আর ছুটি বাড়ানো হবে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডাকা হয়। কিন্তু শুক্রবার রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের অস্থায়ী ১৮ বিচারপতিকে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছেন। এ কারণে এই ১৮ বিচারপতির শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ।

সিবি/এডিবি