ন্যাভিগেশন মেনু

আফগানিস্তানের জাতিসংঘের অফিসে তালেবানের হামলায় নিহত ১


আফগানিস্তানের হেরাত প্রদেশে জাতিসংঘের অফিস চত্ত্বরে তালেবানদের রকেটচালিত গ্রেনেড ও বন্দুকের গুলিতে একজন আফগান নিরাপত্তা রক্ষী নিহত ও কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুলাই) এ হামলা চালানো হয়।

জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, সরকারবিরোধী হামলাকারীরা যে ভবনটির সম্মুখভাগ লক্ষ্য করে হামলা চালায়, তাতে জাতিসংঘ ভবনটিকে পরিষ্কারভাবে চিহ্নিত ছিল।

ভয়েস অব আমেরিকা জানায়, আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ মিশনের প্রধান, ডেবরা লিয়োন্স এই হামলাকে শোচনীয় বলে উল্লেখ করেন।

তিনি বলেন, 'যারা জীবন দিয়েছেন তাদের পরিবার-পরিজনদের কাছে আমাদের সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন, তাদের দ্রুত রোগমুক্তি কামনা করছি।'

জাতিসংঘের বিবৃতিতে জানানো হয়, তাদের কর্মচারী ও স্থাপনার বিরুদ্ধে এসব হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং যা যুদ্ধাপরাধের শামিল।

তবে তালেবানরা এক বিবৃতিতে জানায়, হেরাতে জাতিসংঘ মিশনের কম্পাউন্ড কোনো ঝুঁকির মুখে নেই।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, অফিসটির কাছে লড়াই চলাকালে দুইপক্ষের গোলাগুলিতে রক্ষীরা আঘাত পেয়ে থাকতে পারেন, তবে এখন মুজাহিদিনরা আসার পর ভবনটি মুক্ত হয়েছে।

এডিবি/