ন্যাভিগেশন মেনু

আফগানিস্তানে চলতি বছর প্রাণ হারিয়েছে ১৬০০ বেসামরিক মানুষ


আফগানিস্তানে ক্রমবর্ধমান সহিংসতায় চলতি বছরের এখন পর্যন্ত এক হাজার ছয়শো'র বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের নতুন একটি রিপোর্টে বলা হচ্ছে, ২০২১ সালে এ পর্যন্ত ১ হাজার ৬০০-র বেশি বেসামরিক মানুষ মারা গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ বেশি।

একইসঙ্গে জাতিসংঘ হুঁশিয়ারি দিয়ে বলেছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

বিবিসি জানায়, আফগান সরকারি বাহিনীর সাথে এখন তালেবান বিদ্রোহীদের লড়াই চলছে। তালেবান এখন আফগানিস্তানের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করছে। সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে লড়াইয়ে বেসামরিক মানুষের হতাহতের ঘটনা বাড়ছে।

দেশটিতে প্রায় বিশ বছর বিদেশি সৈন্যরা তাদের মিশন চালানোর পর এখন বেশিরভাগ সৈন্যই আফগানিস্তান ছেড়ে করে চলে গেছে।

আফগানিস্তানে ২০০৯ সালে জাতিসংঘ হতাহতের সংখ্যা নথিভুক্ত করতে শুরু করার পর থেকে এই বছরের মে এবং জুন মাসে হতাহতের সংখ্যা সর্বোচ্চ বেড়েছে। জাতিসংঘের রিপোর্ট বলছে, ৬৪ শতাংশ বেসামরিক মানুষের হতাহতের জন্য সরকারবিরোধী বাহিনী দায়ী। সরকারি বাহিনীর হাতে হতাহতের পরিসংখ্যান ২৫ শতাংশ এবং ক্রসফায়ারে মারা গেছে ১১ শতাংশ বেসামরিক মানুষ। সব হতাহতের মধ্যে ৩২ শতাংশ শিশু।

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত ডেব্রা লিওন্স দু পক্ষকেই 'এই সংঘাতের মর্মান্তিক পরিণাম ও উর্ধ্বমুখী প্রাণহানির বিষয়টি বিবেচনায় রাখার' আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, 'এই প্রতিবেদন একটা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে এ বছর আফগান বেসামরিক মানুষ নজিরবিহীন সংখ্যায় প্রাণ হারাবে এবং গুরুতর আহত হবে যদি ক্রমবর্ধমান এই সহিংসতায় রাশ টানা না হয়।'

এ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, আফগানিস্তান থেকে সেপ্টেম্বরের মধ্যে সব আমেরিকান সেন্য প্রত্যাহার করে নেওয়া হবে।

গত শনিবার আমেরিকার শীর্ষ সেনা অধিনায়ক জেনারেল কেনেথ ম্যকেঞ্জি বলেছেন, আফগান সৈন্যদের সহায়তা করতে আমেরিকান বাহিনী বিমান হামলা অব্যাহত রাখবে। তিনি বলেন, তবে তালেবানের বিজয় অবশ্যম্ভাবী নয়।

তবে আমেরিকা ৩১ অগাস্ট দেশটিতে তাদের সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার পরও এই বিমান হামলা চালিয়ে যাবে কিনা জেনারেল ম্যাকেঞ্জি তা স্পষ্ট করেননি।

তালেবান কান্দাহার শহরে তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখলে গত সপ্তাহে আমেরিকান বাহিনী তালেবানের ওপর বিমান হামলা চালিয়েছে। 

তাছাড়া, তালেবানের দেশজুড়ে শহর দখলের অভিযান প্রতিহত করতে আফগান সরকার শনিবার (২৪ জুলাই) থেকে দেশের প্রায় সর্বত্র এক মাসব্যাপী রাত্রিকালীন কারফিউ জারি করেছে।

এডিবি/