ন্যাভিগেশন মেনু

আফগানিস্তানে পাঁচ দিনে ৮টি প্রদেশ দখলে নিলো তালেবান


আফগানিস্তানের জঙ্গি সংগঠন তালেবান আরও দুটি শহর দখল করেছে। শুক্রবার (৬ আগস্ট) থেকে এ নিয়ে আটটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান।

আল–জাজিরা এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার (১০ আগস্ট) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের ফারাহ শহর এবং উত্তরাঞ্চলীয় বাগলানের পুল-ই-খুমরি শহর এই সশস্ত্র গোষ্ঠী দখল করে নেয়।

ফারাহ প্রাদেশিক পরিষদের সদস্য শাহলা আবুবার মঙ্গলবার সংবাদসংস্থা এএফপিকে বলেন, 'নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংক্ষিপ্ত লড়াইয়ের পর আজ বিকেলে তালেবানরা ফারাহ শহরে প্রবেশ করে। তারা গভর্নরের কার্যালয় এবং পুলিশ সদর দপ্তর দখল করেছে।'

সংসদ সদস্য আব্দুল নাসরী ফারাহি জানান, তালেবানরা প্রদেশের কেন্দ্রীয় কারাগার দখল করেছে।

ফারাহ এখন আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দখল করা দ্বিতীয় প্রাদেশিক শহর। এর আগে গত শুক্রবার তালেবানরা প্রতিবেশী নিমরুজ প্রদেশ দখল করে।

ফারাহ দখলের মধ্যদিয়ে আফগানিস্তান থেকে ইরানে ঢোকার গুরুত্বপূর্ণ একটি সীমান্তচৌকি তালেবানের নিয়ন্ত্রণে চলে গেলো।

একজন সংসদ সদস্য এবং একজন সেনা কর্মকর্তা এএফপিকে বলেন, মঙ্গলবার তালেবানরা কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে বাগলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি দখল করে নেয়।

স্থানীয় আইন প্রণেতা মামুর আহমদজাই বলেন, 'প্রায় দুই ঘণ্টা লড়াইয়ের পর নিরাপত্তা বাহিনী পরাজিত হয় এবং পিছু হটে যায়।'

চলতি সপ্তাহের শুরুতে তালেবান কুন্দুজ ও তাখার দখল করে। এখন কাবুল থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশান পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার রাস্তার নিয়ন্ত্রণ তালেবানের হাতে। এই রাস্তাটি যাত্রী ও বাণিজ্যিক যানবাহন এবং মাদকদ্রব্যসহ অবৈধ পণ্য পরিবহনের জন্য একটি প্রধান ট্রানজিট হাব।

তালেবানরা এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে আটটি দখল করেছে। গত পাঁচ দিনে ফারাহ, পুল-ই-খুমরি, জারানজ, কুন্দুজ, তাকহার, সার-ই-পল, তালুকান ও সেবারঘানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) একজন উর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার রয়টার্সকে বলেন, তালেবান বাহিনী এখন আফগান ভূখণ্ডের ৬৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে। আরও ১১টি প্রাদেশিক রাজধানী যেকোনও সময় তালেবানে দখলে চলে যেতে পারে।

আফগানিস্তান থেকে মে মাসে বিদেশি সৈন্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হওয়ার সাথে সাথে ধারাবাহিক আক্রমণ চালিয়ে তালেবানরা ইতোমধ্যেই দেশটির গ্রামীণ অঞ্চলের বিস্তীর্ণ একটি অংশ দখল করে নিয়েছে।

অন্যদিকে আফগান সরকারি বাহিনী দাবি করেছে, তারা গত ২৪ ঘণ্টায় বিমান ও স্থল হামলা চালিয়ে ৩৬১ তালেবান যোদ্ধাকে হত্যা করেছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়,  নানগারহার, কুনার, লগার, পাকটিয়া, পাক্তিকা, ময়দান ওয়ারদাক, কান্দাহার, সার-ই-পুল, হেলমান্দ, কুন্দুজ এবং বাঘলান প্রদেশে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধ চলছে।

এডিবি/