ন্যাভিগেশন মেনু

ইতালিতে কোভিড নিষেধাজ্ঞা বাড়ছে ৩১ ডিসেম্বর পর্যন্ত


ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে নতুন পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যায় কোভিড-১৯'এর সংক্রমণ মোকাবেলায় দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি জানান, নতুন বিধিনিষেধ ৬ অগাস্ট থেকে জারি করা হচ্ছে, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

অত্যন্ত দ্রুত সংক্রমণশীল ডেলটা ভেরিয়েন্টের কারণে ইতালিতে আবারও সংক্রমণ বেড়েছে। গত সপ্তাহে নতুন করে সংক্রিমতের সংখ্যা দ্বিগুন বৃদ্ধি পায় এবং দেশটিতে এখন প্রতিদিন ৫ হাজারের বেশি লোক সংক্রমিত হচ্ছেন। এই সংখ্যা আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী দ্রাগি জানান, বিনোদন ও অবসর যাপনসহ বেশ কিছু পরিষেবায় গ্রিন পাস ব্যবহার করতে হবে। এই গ্রিন পাস প্রত্যয়ন করবে যে, ওই ব্যক্তি অন্তত একটি টিকা নিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় করোনা নেগেটিভ ছিল এবং তিনি সদ্য ভাইরাস থেকে মুক্ত হয়েছেন।

রেস্তোরাঁ, পানশালা, স্পোর্টস, মিউজিয়াম, মুভি থিয়েটার, জিম এবং মিটিংয়ে অংশগ্রহন করতে এই গ্রিন পাস অবশ্যই ব্যবহার করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ইতালির অর্থনীতির অবস্থা এখন ভালোর দিকে। এমনকী বর্তমানে ইউরোপের অনেক দেশের চাইতে তার প্রবৃদ্ধি ভালো।

তিনি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে এই গ্রিন পাস অত্যাবশ্যকীয়। এতে আগামীতে লোকজনদের সংক্রমণের মুখে পড়তে হবে না, এই আস্বস্ত হয়ে তারা বিনোদন উপভোগ করতে পারবেন।

এডিবি/