ন্যাভিগেশন মেনু

ইতালিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন


ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদা ও উৎসবের আমেজে নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

শুক্রবার (২৬ মার্চ) ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতা ও মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, বিশেষ দোয়া ও মোনাজাত, বাণী পাঠ, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা সম্প্রচার, বিদেশি ও বাংলাদেশি আলোচকদের অংশগ্রহণে আলোচনাসভা এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

দূতাবাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মূল পর্বের প্রথমে দিবসটি উপলক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান। পরে আমন্ত্রিত বিদেশি অতিথি, কূটনৈতিক কোরের সদস্য এবং প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দের অনলাইন উপস্থিতিতে রাষ্ট্রদূত দূতাবাসে সম্প্রতি স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন করেন।

এ সময় রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সাথে তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বিদেশি বন্ধুদের ভূমিকার কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

রাষ্ট্রদূত বলেন, যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ার জন্য বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন কিন্তু অল্প সময়ে তিনি এ কাজ সমাপ্ত করতে পারেননি। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বৈশিক পরিমন্ডলে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ মুজিববর্ষে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ার চুড়ান্ত সুপারিশ লাভ করেছে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অর্জনের পথে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।

ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচনা সভায় অংশ নেন ইতালিতে নিযুক্ত হলি সি (Holy See) এর অ্যাপোস্টলিক নুনসিও (Apostolic Nuncio) ও কূটনীতিক কোরের ডিন মনসাইনিয়র এমিল পল সেরিং (Msgr. Emil Paul Tscherrig), বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজাতা (Enrico Nunziata), রোমস্থ জাতিসংঘের সংস্থাসমূহে নিযুক্ত থাইল্যান্ডের স্থায়ী প্রতিনিধি থানাওয়াত তিয়েনসিন (Thanawat Tiensin), রোমস্থ ভারতীয় দূতাবাসের মিশন উপ-প্রধান নীহারিকা সিং (Neeharika Sing), ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া অধিদপ্তরের প্রধান কাউন্সেলর জিয়ানপাওলো নেরি (Gianpaolo Neri), রোমস্থ লুমসা বিশ্ববিদ্যালয়ের (LUMSA University) প্রফেসর ড. ফ্রানসেস্কো জানিনি (Prof. Dr. Francesco Zannini), লা সাপিয়াঞ্জা বিশ্ববিদ্যালয়ের (La Sapienza) প্রফেসর ফাবিও সালপি (Professor Fabio Scialpi), মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল আহমেদ, ইতালির কাতানিয়া, ফ্লোরেন্স, পালারমো, নেপলস শহরে নিযুক্ত বাংলাদেশের অনারেরি কনসাল জেনারেলগণ এবং সম্প্রতি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া ও বাংলাদেশে বসবাসরত উন্নয়নকর্মী ইতালির নাগরিক ভিসেনজো ফালকোনে (Vincenzo Falcone)।

এছাড়া আলোচনাসভায় ইতালি, ইউরোপের অন্যান্য দেশে বসবাসকারী এবং বর্তমানে বাংলাদেশে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা আলোচনায় অংশগ্রহণ করেন। 

এস এ /এডিবি/