ন্যাভিগেশন মেনু

ইরাকে মার্কিন সেনাদের যুদ্ধ সমাপ্তির ঘোষণা


ইরাকে ১৮ বছর ধরে চলা যুক্তরাষ্ট্রের সৈন্যদের যুদ্ধ চলতি বছরের শেষ নাগাদ সমাপ্তি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (২৫ জুলাই ) যুক্তরাষ্ট্র সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে বৈঠককালে বাইডেন এ ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওভাল অফিসে বাইডেন ও কাদিমি এই প্রথম সরাসরি সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে কৌশলগত আলোচনার অংশ হিসাবে এটি করা হলো।

বাইডেন বলেন, ২০২১ সাল শেষে মার্কিন সেনারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করার দায়িত্ব পালন করবে। কিন্তু তারা সরাসরি কোনো যুদ্ধে অংশ নেবে না।

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করলেও ইরাক থেকে করবে কি না, সে সম্পর্কে অবশ্য বাইডেন কিছু বলেননি। তবে তিনি নিশ্চিত করেছেন, ইরাকে থাকা আড়াই হাজার মার্কিন সৈন্য আর কোন যুদ্ধে অংশ নেবে না।

এর ফলে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার শাসনামলে যে দুটি যুদ্ধ শুরু করেছিলেন, ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ওই যুদ্ধ মিশনগুলোর সমাপ্তি ঘটাচ্ছেন।

এদিকে বাইডেন ইরাকে অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে মার্কিন সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, নির্বাচন সুুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র বাগদাদ, উপসাগীয় সহযোগিতা পরিষদ ও জাতিসংঘের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

এদিকে খাজেমি বলেন, দেশের ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য তিনি ওয়াশিংটন সফরে এসেছেন।

তিনি আরও  বলেন, আমেরিকা ইরাককে সহযোগিতা করছে। একসাথে লড়াই করে আমরা আইএসআইএসকে পরাজিত করবো।

এসএ/এডিবি/