ন্যাভিগেশন মেনু

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত


নাড়ীর টানে কংক্রিটের নগরী ছেড়ে গ্রামে ঈদ করতে যাওয়া মানুষগুলো কর্মের টানে ফের শহরে ফিরতে শুরু করেছে। ফলে ঈদের ছুটি শেষ হওয়ায় জীবনের তাগিদে বাড়তে শুরু করেছে রাজধানীমুখী কর্মজীবী মানুষের চাপ। আর তাই ভোগান্তিতে পড়েছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ।

বুধবার (৫ আগস্ট) ভোর থেকেই ঘাটে ছিল মানুষের উপচে পড়া ভিড়। লঞ্চ ও স্পিডবোটগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে শিমুলিয়ায় আসছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি জানান, প্রায় ৩ সপ্তাহ ধরে প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বহরের ১৭টি ফেরির মধ্যে মাত্র ৭টি ফেরি দিয়ে সীমিত আকারে সার্ভিস সচল রাখা হয়েছে। এছাড়া অপর ফেরিগুলো স্রোতের বিপরীতে চলতে না পেরে অলস বসে আছে। দিনে কোন রকমে সার্ভিস সচল থাকলেও রাতে বন্ধ থাকছে ফেরি চলাচল।

তিনি আরও বলেন, ফেরি চলাচল সীমিত হওয়ায় চাপ পড়েছে লঞ্চ ও স্পিডবোটের ওপর। অনেকেই বিভিন্ন যানে করে ঘাটে এসে লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পাড়ি দিয়ে গন্তব্যে যাচ্ছেন। এই রুটে ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪শ’ স্পিডবোটে চলাচল করে থাকে।

বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানান, স্রোতের কারণে সবগুলো ফেরি চলতে না পারায় সমস্যা হচ্ছে। এছাড়া ফেরিগুলো চলাচলে এখন সময় লাগছে দ্বিগুণ। এতে উভয় ঘাটেই যানজট লেগে আছে।

ওয়াই এ/এডিবি