ন্যাভিগেশন মেনু

এফডিএসআর স্টুডেন্টস উইং-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী


ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিজের (এফডিএসআর) সহযোগী সংগঠন এফডিএসআর স্টুডেন্টস উইং-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ১১ জুন। ২০২০ সালের এই দিনে এ সংগঠনটি যাত্রা শুরু করে।

বাংলাদেশের গণমানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের বিরুদ্ধে সংঘটিত নানা অনিয়ম, অন্যায় রুখতে এফডিএসআর যেমন সদা সোচ্চার রয়েছে, তারই ধারাবাহিকতায় এফডিএসআর স্টুডেন্টস উইং কাজ করে যাচ্ছে বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের পক্ষে।

বাংলাদেশে একটি কার্যকর মেডিক্যাল শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টার পাশাপাশি রুখে দিচ্ছে তাদের সাথে হওয়া অন্যায় অনিয়মকে।মেডিকেল শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাওয়া সংগঠনটি আজ বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের কাছে এক আস্থার জায়গায় পরিণত হয়েছে। গত একবছরে সাফল্যমণ্ডিত নানা কাজ করে প্রশংসার দাবিদার হয়েছে সংগঠনটি।

বাংলাদেশের ৮২টি সরকারি বেসরকারি মেডিকেল কলেজে তাদের কর্মঠ প্রতিনিধি দল রয়েছে।

সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী একযোগে সফলভাবে উৎযাপন হচ্ছে ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশে। 

এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির উজ্জ্বল ভবিষ্যত কামনায় সকলের দোয়া চেয়েছেন এফডিএসআর স্টুডেন্টস উইং-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আহ্বায়ক জোবায়ের রাফি ও সদস্য সচিব কে. এম তানভীর।

এডিবি/