ন্যাভিগেশন মেনু

এরশাদের কিডনি ডায়ালাইসিস করা হয়েছে


হুসেইন মুহম্মদ এরশাদের কিডনি ডায়ালাইসিস করা হয়েছে। ডায়ালাইসিসের পর সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যানের অবস্থা স্থিতিশীল রয়েছে।

এরশাদের জন্য ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎকদের বরাত দিয়ে আজ শুক্রবার সকাল ১০টার দিকে এসব তথ্য জানান এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার।

এরশাদকে রক্ত দিতে ইচ্ছুক জাতীয় পার্টির নেতাকর্মীদের দ্রুত রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাওয়ার আহবান জানিয়েছেন তিনি।

আরো পড়ুন :

কাজ করছে না এরশাদের কিডনি-লিভার : জিএম কাদের

গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফসাপোর্টে (কৃত্রিম শ্বাসযন্ত্র) নেওয়া হয়। পরে সন্ধ্যায় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, এরশাদের অধিকাংশ অঙ্গপ্রত্যঙ্গই কাজ করছে না।

এসএস

বিস্তারিত জানতে ভিজিট করুন আজকের বাংলাদেশ পোস্ট