ন্যাভিগেশন মেনু

ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কাদের মির্জার অবস্থান কর্মসূচি


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলায় এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ। 

শুক্রবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশের মঞ্চ থেকে মেয়র আবদুল কাদের মির্জা এ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয়, যদি তাকে দল থেকে বহিস্কার করা না হয়, যদি নোয়াখালীর অপরাজনীতি বন্ধ করা না হয়, নোয়াখালীর প্রশাসনের বিভিন্ন জায়গায় যে খবরদারি বন্ধ করা না হয়, টেন্ডাবাজিসহ নানা অনিয়ম যদি বন্ধ করা না হয়, তাহলে আমরা লাগাতার ধর্মঘট চালিয়ে যাবো।

প্রসঙ্গত, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে আখ্যায়িত করে আগামী কয়েকদিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলে হুমকি দিয়ে একটি ভিডিও আপলোড করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি তার ভেরিফাইড ফেইসবুক আইডি থেকে ফেইসবুক লাইভে এসে এসব কথা বলেন।

২৬ সেকেন্ডের এই ভিডিও বার্তায় তিনি বলেন, “দেশী মানুষ, স্লামালাইকুম। আমি কথা বললে তো মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসছে, তার ভাইকে শাসন করতে পারেনা। এগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলবো। আমার যদি জেলা আওয়ামী লীগের কমিটি না আসে তাহলে আমি এটা নিয়ে শুরু করবো।”

একরামুল করিম চৌধুরীর ফেইসবুক আইডি ঘুরে দেখা যায়, তিনি তার ফেইসবুক আইডি থেকে লাইভ ভিডিওটি সরিয়ে নিয়েছেন। এর আগেই কয়েক মিনিটের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে তার ভিডিও বক্তব্যটি ভাইরাল হয়ে যায়। 

এ বিষয়ে কথা বলতে একরামুল করিম চৌধুরী এমপি’র ব্যক্তিগত সেল ফোনে ৫টা ২০ মিনিটে কল করলে তিনি রিসিভ করেননি।

ডিএ/এডিবি