ন্যাভিগেশন মেনু

করোনার ডেলটা ধরণের সংক্রমণ জলবসন্তের মতো: সিডিসি


করোনাভাইরাসের ডেলটা রূপ জলবসন্তের মতো সংক্রামক যা মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

শুক্রবার (৩০ জুলাই) সিডিসির একটি অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টের মতো গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার টিকাপ্রাপ্তদের জন্য নতুন মাস্কিং নির্দেশিকা জারি করেছে সিডিসি। সেখানে বলা হয়েছে, সংক্রমণ বাড়ছে এমন এলাকায় ঘরের ভেতরেও মাস্ক পরা প্রয়োজন। তাছাড়া বাইরে তো মাস্ক পরতেই হবে।

রিপোর্ট বলা হয়, এই ধরনটি টিকার সুরক্ষা ভেদ করতেও সক্ষম। তবে গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তিসহ করোনায় মৃত্যু ঠেকাতে টিকার কার্যকারিতা রয়েছে বলেও নথিতে উল্লেখ করা হয়।

ডেলটার ধরণটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বজুড়ে সংক্রমণ বেড়ে যাওয়ার জন্যও এটি দায়ী। এশিয়ার বেশ কয়েকটি দেশে ডেলটার ধরণ স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে নাজুক অবস্থায় নিয়ে গেছে।

নতুন এক গবেষণায় দেখা গেছে, ডেলটায় আক্রান্তদের নাক ও গলায় ভাইরাসের ব্যাপক উপস্থিতি থাকে। মার্স, সার্স, ইবোলার মতো রোগের জন্য দায়ী ভাইরাসের চেয়েও ডেলটা আরও বেশি সংক্রামক।

চিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক মাসের মধ্যে ফুজিয়ান প্রদেশের চংকিং সিটিতে দেশের সবচেয়ে মারাত্মক সংক্রমণ শুরু হয়েছে। শনিবার পর্যন্ত নানজিংয়ের ডেলটা ধরণের কমপক্ষে ২০০ জন রোগী শনান্ত হয়েছে।

সংস্থাটি আগে বলেছিল, যার করোনা টিকা নিয়েছেন তাদের বাড়ির বাহিরে মাস্ক পরার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বাইডেন প্রশাসন রাজ্য এবং স্থানীয় সরকারকে আমেরিকান রেসকিউ প্ল্যান অ্যাক্টের অধীনে প্রদত্ত সহায়তায় ৩৫০ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে। এতে ভ্যাকসিন নিলেই আমেরিকানদের ১০০ ডলার করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এডিবি/