NAVIGATION MENU

করোনায় একদিনে অর্ধশতাধিক মৃত্যু, সনাক্ত ২৫১৯


দেশে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৮২ জন।

একই সময়ে নতুন করে ২ হাজার ৫১৯ জনের মধ্যে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত সনাক্ত হলেন মোট ৩ লাখ ২ হাজার ১৪৭ জন।

বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টি। পরীক্ষার অনুপাতে সনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ।

তাছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।

নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৯ জন এবং নারী ১৫ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৯ জন ও বাড়ীতে ৫ জন।

এডিবি/