NAVIGATION MENU

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু, সনাক্ত ১৫৪১


বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২২ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৮৮১ জন।

একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫৪১ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন সনাক্ত হলেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯৫টি পরীক্ষাগারে ১২ হাজার ৮১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৭৩০টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ৫০৯টি।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ছয়জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে একজন , খুলনা বিভাগে একজন, সিলেট বিভাগে দুইজন, রংপুর বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন।

তাছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন। এ নিয়ে কভিড-১৯ থেকে মোট সুস্থ হলেন ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন।

এডিবি/