ন্যাভিগেশন মেনু

করোনা টিকা নিতে পারবেন ২৫ বছর হলেই


এখন থেকে ২৫ বছর বা তার বেশি বয়সিরা করোনার টিকা নিতে নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) করোনা টিকা নিবন্ধনের ওয়েবসাইট সুরক্ষায় (surokkha.gov.bd) গিয়ে দেখা যায়, নাগরিক নিবন্ধনের বয়স কমিয়ে ২৫ বছর করা হয়েছে।

সর্বনিম্ন বয়স ৩০ থেকে কমিয়ে ২৫ করা হলেও, সরকার এ বিষয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

গত ১৯ জুলাই করোনা টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ৩০ বছর করা হয়। এরও আগে গত ৫ জুলাই করোনার টিকার বয়স ৩৫ বছর করা হয়।

দেশে টিকা নিবন্ধনের শুরুর দিকে ৫৫ বছর বয়সিদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। পরে নিবন্ধন কম হওয়ায় আরও বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়স কমানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেই সময় ৫৫ থেকে বয়স কমিয়ে ৪৪ বছর করা হয়। এরপর দ্বিতীয় দফায় কমিয়ে ৪০ বছর করা হয়।

গত ২৩ জুলাই (শুক্রবার) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বয়সসীমা কমানোর ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নির্দেশনা দিয়েছেন। খুব শিগগির এ সিদ্ধান্তের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সংবাদমাধ্যমকে বলেন, করোনার সংক্রমণ রোধে ‘ফ্রন্ট লাইনার’ হিসেবে যারা কাজ করছেন, তাদের পরিবারের সদস্যদের মধ্যে যাদের বয়স ১৮ বছর বা তার নিচে তাদের প্রথমে টিকা দেওয়া হবে। পরে ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সি সাধারণ নাগরিকদের টিকার আওতায় আনা হবে।

এডিবি/