ন্যাভিগেশন মেনু

করোনায় সেন্ট জোসেফের অধ্যক্ষের মৃত্যু


করোনাভাইরাস আক্রান্ত হয়ে সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি থিওডোর পিউরিফিকেশন সিএসসি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বিদ্যালয়ের উপাধ্যক্ষ ব্রাদার চন্দন বেনেডিক্ট গোমেন সিএসসি এই মৃত্যুর খবর সবাইকে জানান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ সেন্ট জোসেফ ক্যাম্পাসে রাখা হবে। তাকে পুরনো ঢাকার নারিন্দার ওয়ারিতে খ্রিস্টান কবরস্থানে দাফন করা হবে।

তার আত্মার সম্মানে বুধবারের অনলাইন ক্লাস বন্ধ থাকবে।

জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত একমাস আগে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন অধ্যক্ষ রবি পিউরিফিকেশন। সেখানে প্রায় একমাস চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে উঠলে ৫ অক্টোবর তাকে বাসায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়। এর মধ্যে হঠাৎ করে গত রবিবার তার পেট ব্যথা শুরু হয়। পরে গত সোমবার তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে থাকাকালীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি পরলোক গমন করেন।

রবি পিউরিফিকেশন ১৯৫৯ সালে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার নাগরীতে জন্মগ্রহণ করেন। তিনি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এডিবি/