NAVIGATION MENU

করোনার ঝুঁকি এড়াতে স্কুল-কলেজের ছুটি বাড়ল ৩০ জুন অবধি


বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতির অবনতি এবং কোন কোন এলাকায় আংশিকভাবে কঠোর লকডাউন থাকায়  স্কুল-কলেজের ছুটি বাড়ল ৩০ জুন অবধি।

কর্তৃপক্ষ বলছেন, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ী ও কওমি মাদ্রাসাসমূহে চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ আধিকারীক এম এ খায়ের শনিবার এ তথ্য জানিয়েছেন। এর আগে করোনা পরিস্থিতির উন্নতি হলে ১৩ জুন থেকে দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার হবে বলে জানিয়েছিল শিক্ষা মন্ত্রক। শনিবার শিক্ষা মন্ত্রকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় করোনা পরিস্থিতি আরও অবনতি ঘটেছে।

এছাড়া কোনো কোনো অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন চলছে।শিক্ষক-শিক্ষার্থী,কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

অবশ্য অতিমারি করোনাভাইরাসের কারণে গত ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এ কারণে সংক্ষিপ্ত সিলেবাসে ২০২২ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চলতি বছরে এসএসএসি পরীক্ষার্থীরা ৬০ দিন এবং এইচএসসি পরীক্ষার্থীরা ৮৪ দিন ক্লাসের পর পরীক্ষায় অংশ নেবে। আর ২০২২ সালের পরীক্ষার্থীরা যথাক্রমে ১৫০ দিন ও ১৮০ দিন ক্লাস করে পরীক্ষায় অংশ নেবে। ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাস্তরে অনলাইনে ক্লাস পরিচালনা করছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এস এস