ন্যাভিগেশন মেনু

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পেলেন মুক্তিযোদ্ধা নসিমুদ্দিন


মুক্তিযোদ্ধা নসিমুদ্দিন নসু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে পেলেন নগদ ১ লক্ষ টাকা, পরিবারের সকলের পোশাক, ফলমূলসহ একটি বাড়ি।

 সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ উপহারগুলো নসুর হাতে তুলে দেন।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বাগামারা গ্রামের দিনমজুর অসুস্থ মুক্তিযোদ্ধা নসিমুদ্দীন নসুর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পাওয়ায় আনন্দ তার চোখেমুখে। রণাঙ্গনের এই সাহসী যোদ্ধা কখনই ভাবেননি তার দায়িত্ব নিবেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর নজরে আসলে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের মাধ্যমে নগদ এক লক্ষ টাকা, পরিবারের সকলের পোশাক ও ফলমূল তুলে দেন তার হাতে এবং বাড়ি তৈরি করে দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক। বিজয়ের মাসে এগুলো পেয়ে খুশি মুক্তিযোদ্ধা নসুমুদ্দীন নসু ও তার স্ত্রী।

মুক্তিযোদ্ধা নসিমুদ্দীন নসু জানান, ‘আমি খুশি, আমি খুব আনন্দিত শেখের বেটি আমাকে শেষ বয়সে সম্মান দেবার জন্য। এখন সত্যই জয় হয়ে থাকে। আমি যুদ্ধ করলেও মুক্তিযোদ্ধার পরিচায় কপালে জোটেনি স্থানীয় মুক্তিযোদ্ধাদের কারণে। কোনদিন পাইনি মুক্তিযোদ্ধা ভাতাও। কোন কিছু না পেয়েই মাটি কাটা ও ভিক্ষাবৃত্তি করেই সংসার চালাচ্ছি। আজ আমি ভাল হয়ে গেছি প্রধানমন্ত্রীর উপহার ও দায়িত্বের জন্য।’

এমআইআর/ওআ