ন্যাভিগেশন মেনু

করোনায় এসএসসি পরীক্ষার ফলাফল পেছানোর সম্ভাবনা


করোনাভাইরাসে প্রাদূর্ভাবের কারণে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ কিছুটা পিছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।

গত ১০ বছর ধরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এবার ফল প্রকাশে দুই মাসের এই নিয়ম ভাঙতে পারে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সাধারণ ৯টি শিক্ষা বোর্ডসহ কারিগরি এবং মাদরাসা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। এই মিটিংয়ে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করার সম্ভাবনা রয়েছে।

এসএসসি পরীক্ষা শেষ হয় মার্চের প্রথম সপ্তাহে। আগামি ১০ মে এই পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরেছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু করোনা প্রাদূর্ভাবের কারণে তা ব্যাহত হতে পারে। তবে নির্দিস্ট তারিখেই ফল প্রকাশের চেষ্টা করছে শিক্ষা বোর্ডগুলো।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানা যায়, করোনায় সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় লকডাউনের কারণে আন্তঃজেলা যোগাযোগ বন্ধ। আর তাই ফল প্রকাশে কিছুদিন দেরি হতে পারে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ফলাফল প্রায় তৈরি করাই আছে। তবে মাদরাসা শিক্ষা বোর্ড ফল তৈরিতে কিছুটা পিছিয়ে আছে। তাদের ফল প্রস্তুতের বিশ শতাংশ কাজ এখনও বাকি। এটি সম্পন্ন করতে আরও পনেরো থেকে বিশদিনের মতো সময় লাগতে পারে।

আন্তঃশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, ‘মে মাসের ১০ তারিখের মধ্যেই ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করছি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এটি করতে সহজ হবে। তবে করোনায় সৃষ্ট পরিস্থিতিতে আপাতত কাজটি কিছুটা কঠিন।’

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসি পরীক্ষায় এবার সারাদেশে ১০টি বোর্ডের অধীনে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

ওয়াই এ/এডিবি