ন্যাভিগেশন মেনু

করোনায় রাজনগরের নির্বাচন কর্মকর্তার মৃত্যু


মৌলভীবাজারের রাজনগর উপজেলার নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা (৪০) করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। 

বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ১১টায় ঢাকার লালমাটিয়া সিটি হাসপাতালে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহাজান খান।

জানা যায়, গত ২৩ মার্চ রাজনগর উপজেলা নির্বাচন অফিসে যোগদান করেন আলিফ লায়লা। তার বাড়ি ঢাকায়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্বামী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হিসেবে কর্মরত।

তিনি আরও জানান, আলিফ লায়লা গত ২৭ জুন অফিস শেষ করে রাজনগর থেকে ঢাকায় চলে যান। সেখানে গিয়ে করোনা আক্রান্ত হন। লালমাটিয়া সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এসএইচ/সিবি/এডিবি/