ন্যাভিগেশন মেনু

করোনায় রাজবাড়ী জেলা বিএমএ সভাপতির মৃত্যু


বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রাজবাড়ী জেলা শাখা এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. মো. গোলাম মোস্তফা (৮০) করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি রাজবাড়ী শহরের ১নং বেড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত ৫ আগস্ট তিনি রাজবাড়ী সদর হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দেন। ৮ আগস্ট করোনা পরীক্ষার রিপোর্ট ঢাকা থেকে রাজবাড়ী পৌঁছানোর আগেই বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে শারীরিক অবস্থার অবনতি ঘটে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, নিউমোনিয়া, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের ডা. শামীম আহসান প্রথমে তাকে চিকিৎসা দেন। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যার পর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তিনি মারা যান।

তাকে রাজবাড়ী হাসপাতাল থেকে রেফারের পর সিভিল সার্জন অফিসে ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্টে তিনি করোনা পজেটিভ জানা যায়। 

সিবি/এডিবি