NAVIGATION MENU

করোনা আক্রান্ত খুলনা-৬ আসনের সংসদ সদস্য


করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) খুলনা মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা সনাক্ত হয়।

সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি খুলনায় নিজ বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।

তিনি বলেন, 'আমার তেমন কোন উপসর্গ নেই, মহান আল্লাহর ইচ্ছায় সুস্থ আছি। আমি মাঠের মানুষ, সারাক্ষণ মানুষের মধ্যেই থাকতে হয়। এর আগেও দু’বার নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছিল। শুক্রবার তৃতীয়বারের পরীক্ষায় পজিটিভ এসেছে। এখনো কোন উপসর্গ নেই।'

এডিবি