ন্যাভিগেশন মেনু

করোনা নিয়ে ভুল পথে আছে যুক্তরাষ্ট্র: ফাউচি


ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমণ যখন বৃদ্ধি পাচ্ছে তখন ভুলপথে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি। টিকা নেয়নি এমন মানুষের মধ্যে করোনার সংক্রমণ বাড়তে থাকায় এই মন্তব্য করলেন ডা. ফাউচি। খবর বিবিসির।

ডা. ফাউচি বলেন, যেখানে টিকা গ্রহণের হার কম সেখানে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাগ্রহীতাদের ক্ষেত্রে মাস্ক ব্যবহারের বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। তার ভাষায়, স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকা ‘বুস্টার’ ডোজ দেয়ার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ এই সংক্রামক রোগ বিশেষজ্ঞ আরও বলেন, যুক্তরাষ্ট্রে টিকা না পাওয়াদের মধ্যে করোনা সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৬ কোটি ২৭ লাখ মানুষকে করোনা টিকার দুই ডোজ দেয়া সম্ভব হয়েছে। এই সংখ্যা মোট জনসংখ্যার ৪৯ শতাংশ।

গত এপ্রিল পর্যন্ত টিকা প্রদানে বিশ্বের শীর্ষ স্থানে ছিলো যুক্তরাষ্ট্র। তারপর থেকেই দেশটিতে টিকা গ্রহণে আগ্রহ কমতে থাকে। দেশটির দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে টিকা গ্রহণের হার কম। সেখানকার অর্ধেকেরও কম বাসিন্দা এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন।

ওআ/