ন্যাভিগেশন মেনু

কাতার থেকে ফিরলেন আটকে পড়া ৪১৬ বাংলাদেশি


বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণে কাতারের রাজধানী দোহাতে আটকে পড়া ৪১৬ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উভয় দেশের সরকারের সহযোগিতায় দেশে ফিরেছেন তারা। ভ্রমণকারীরা কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে আকাশ পথে চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। আর তাই কাতারের রাজধানী দোহাতে প্রায় চার মাস আটকে ছিলেন বহু বাংলাদেশি।

ওয়াই এ/ এডিবি