ন্যাভিগেশন মেনু

কান্দাহার বিমানবন্দরে তালেবানের রকেট হামলা


আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ কান্দাহার আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে। দেশটির সরকারি বাহিনীর সঙ্গে তালেবানদের লড়াই চলাকালে এই রকেট হামলা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার (৩১ আগস্ট) রাতে বিমানবন্দরে তালেবানদের ছোড়া তিনটি রকেট আঘাত হানার পর বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

বিমানবন্দর প্রধান মাসুদ পশতুন বলেন, দুটি রকেট রানওয়েতে আঘাত করেছে। বর্তমানে রানওয়ে মেরামতের কাজ চলছে।

দেশটির রাজধানী কাবুলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, 'কান্দাহার বিমানবন্দরটি আমাদের লক্ষ্য করা হয়েছিল কারণ শত্রুরা আমাদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য এটিকে কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল।'

তালেবানদের থেকে শহরটি রক্ষা করার জন্য প্রয়োজনীয় কারিগরি এবং বিমান সহায়তা প্রদানের জন্য এই বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ। 

অন্যদিকে, আফগানিস্তানের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে তিনটি গুরুত্বপূর্ণ শহর হেরাত, লস্কর গাহ এবং কান্দাহার দখল করতে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান জঙ্গিরা।

বিবিসি জানায়, পশ্চিমের হেরাত শহরে তালেবানরা ঢুকে পড়েছে। লড়াই চলছে লস্কর গাহ এবং কান্দাহারেও। আফগান কর্মকর্তারা বলেছিলেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলার সহায়তায় তারা তালেবান বিদ্রোহীদের পিছু হঠতে বাধ্য করেছেন। আজ শনিবার হেরাতে ফের তুমুল লড়াই শুরু হয়েছে।

এডিবি/