ন্যাভিগেশন মেনু

কাবুলের বোমা হামলায় আফগান বিমান বাহিনীর পাইলট নিহত


আফগানিস্তানের কাবুলে তালেবান জঙ্গিগোষ্ঠির বোমা হামলায় আফগান বিমান বাহিনীর পাইলট হামিদুল্লাহ আজিমি প্রাণ হারিয়েছেন।শনিবার (৭ আগস্ট) আফগান বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, কাবুলে বোমার আঘাতে তিনি নিহত হয়েছেন।

কর্মকর্তারা জানান, আজিমির গাড়ির সঙ্গে সংযুক্ত একটি আঠালো বোমা বিস্ফোরিত হলে তিনি প্রাণ হারান। বিস্ফোরণে আরও ৫ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন।

তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এই হামলা চালিয়েছে বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকা।

আফগান বিমান বাহিনীর কমান্ডার আব্দুল ফাতাহ ইসহাকজাই সংবাদমাধ্যম রয়টার্সকে জানান, পাইলট আজিমি যুক্তরাষ্ট্রের নির্মিত UH60 BLACK HAWK হেলিকপ্টার চালানোর ওপর প্রশিক্ষণ প্রাপ্ত। তিনি আফগান বিমান বাহিনীতে প্রায় ৪ বছর ধরে কর্মরত ছিলেন।

ইসহাকজাই বলেন, নিরাপত্তা হুমকির কারণে তিনি তার পরিবারের সঙ্গে একত্রিত হতে এক বছর আগে কাবুলে আসেন।

এদিকে, গত শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ জাওজানের রাজধানী শেবারগান শহরটি দখলের দাবি করেছে তালেবান। শেবারগান পতনের খবর নিশ্চিত হলে এটি হবে তালেবানের দখলে চলে যাওয়া দ্বিতীয় প্রাদেশিক রাজধানী।

এর আগে শুক্রবার তালেবান বিদ্রোহীরা নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে। এছাড়া উত্তরের লস্কর গাহ ও কুন্দুজ শহরেও তীব্র লড়াই চলছে।

এডিবি/