ন্যাভিগেশন মেনু

কাশ্মীরে নিরাপত্তারক্ষীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জঙ্গি নিহত


ভারতের দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তারক্ষীর সঙ্গে গুলির লড়াইয়ে  লস্কর-ই-তাইয়িবার কমান্ডার ইশফাক দার ওরফে আবু আক্রামসহ দুই জঙ্গি নিহত হয়েছে।

রবিবার (১৮ জুলাই) গভীর রাত থেকে চলতে থাকা এই গুলির লড়াই শেষ হয় সোমবার ভোরে।

হিন্দুস্তান টাইমস জানায়, গোপন সূত্রের খবরে পুলিশ, সেনা এবং সিআরপিএফ-এর যৌথবাহিনী শোপিয়ান জেলার চেক সিদিক খান এলাকায় অভিযান চালায়। সেখানে জওয়ানদের উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় জওয়ানরা। ভোর পর্যন্ত চলে এই গুলির লড়াই। তারপর সেখান থেকে দুই জঙ্গির মরদেহ উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা।

এদিকে এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কায় পুরো এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা।

এ প্রসঙ্গে কাশ্মীর জোন পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিজয় কুমার বলেন, '২০১৭ সাল থেকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং সক্রিয় ছিল ইশফাক দার ওরফে আবু আক্রাম। পুলিশ, সেনা এবং সিআরপিএফ-এর যৌথ অভিযানে সে খতম হয়েছে।'

এর দুইদিন আগে এই একই ধরনের অভিযান চালিয়ে আরও দুই জঙ্গিকে হত্যা করেছিল জওয়ানরা।

কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার সংবাদমাধ্যমকে জানান, চলতি বছরের জানুয়ারি থেকে কাশ্মীরে মোট ৮১ জঙ্গিকে হত্যা করেছে নিরাপত্তারক্ষীরা।

এডিবি/