ন্যাভিগেশন মেনু

পঞ্চগড়ে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের ক্ষতিগ্রস্থ জমি মালিকদের মাঝে দেড় কোটি টাকার চেক হস্তান্তর


পঞ্চগড়ে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল কাদের, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এ কে এম রায়হানুল ইসলামসহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০৪ জন ক্ষতিগ্রস্থ জমি মালিকের মাঝে এ কোটি ৪৯ লাখ ৬১ হাজার ১৮৬ টাকার চেক হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন স্থাপন প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়ন পর্যন্ত পঞ্চগড় অঞ্চলে মোট ৮১ কিলোমিটার এলাকায় ৬৮টি মৌজায় ১১০ জমি অধিগ্রহণ করা হয়েছে। ফ্রেন্ডশিপ পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু হলেও মালিকানা জটিলতার কারণে এখনো সম্পূর্ণ জমির মালিক ক্ষতিপুরণের অর্থ পায়নি। জমির মালিকানা নিশ্চিত হয়ে জেলা প্রশাসকের নির্দেশনায় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এ কে এম রায়হানুল ইসলামের বিশেষ উদ্যোগে ঈদের আগের ১০৪ জন জমির মালিকের কাছে চেক হস্তান্তর করা হল।