ন্যাভিগেশন মেনু

কোভ্যাকসিনের ট্রায়াল ডোজের পরও করোনা আক্রান্ত হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী


কয়েকদিন আগে ভারত বায়োটেক উদ্ভাবিত করোনা প্রতিরোধী টিকা কোভ্যাকসিনের ট্রায়াল ডোজ নিয়েছিলেন ভারতের হরিয়ানা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। তার পরেও কোভিডের হাত থেকে রক্ষা পাননি তিনি।

যার অর্থ, ভ্যাকসিন নেওয়ার পরেও তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি।

শনিবার (৫ ডিসেম্বর) করোনার টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরেই ৬৭ বছর বয়সি অনিল ভিজের চিকিত্‍‌সা শুরু হয়েছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার সকালে কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ জানার পরেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুত আম্বালার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েকদিনে যারা তার কাছাকাছি এসেছেন, প্রত্যেককে তিনি কোভিড-১৯ টেস্ট করিয়ে নিতে বলেছেন।

অনিল ভিজ এক ট্যুইট বার্তায় জানান, 'আমার টেস্ট রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। আম্বলা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি। এই ক'দিনের মধ্যে যাঁরা আমার কাছাকাছি এসেছেন, কোভিড টেস্ট করিয়ে নিন।'

প্রসঙ্গত, ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন ৯৬ লাখ ৪৪ হাজার ৫২৯ জন। মোট মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ২১৬ জন। মোট সুস্থ হয়েছেন ৯১ লাখ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৮০ জন, আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছে ৩৬ হাজার ১১১ জন।

এডিবি/