ন্যাভিগেশন মেনু

ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ছে বনভূমি


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানলে পুড়ে গেছে বনভূমিসহ বেশকিছু বাড়িঘর।

শনিবার (২৪ জুলাই) উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানল তীব্রতর হওয়ার আগুনের শিখায় ধ্বংস হয়ে যায় একাধিক ঘর-বাড়ি।

গত ১৪ জুলাই শুরু হওয়া এই ডিক্সি ফায়ারে ইতোমধ্যে ইন্ডিয়ান ফলস কমিউনিটির ১২টিরও বেশি বসতি এবং অন্যান্য কাঠামো ধুলায় মিশে যায়।

স্থানীয় দমকল কর্মকর্তারা জানিয়েছেন, এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত ঠিক অনুমান করা সম্ভব হয়নি। তবে প্লামাস এবং বাট কাউন্টির প্রায় ২০ ভাগ অর্থাৎ ৭৩ হাজার ২০০ হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রত্যন্ত অঞ্চলগুলোর আগুন নেভাতে দমকলকর্মীদের হিমশিম খেতে হয়। লেক আলমানোরের পশ্চিম তীরে অবস্থানরত স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে দমকল কর্মকর্তারা অনুরোধ জানিয়েছে।

অন্যদিকে, শনিবার দক্ষিণ ওরেগনের বুটলেগের প্রায় অর্ধেক এলাকা আগুনে ঘিরে ছিল। রাজ্যের বৃহত্তম ওই দাবানল নিয়ন্ত্রণে আনতে ২ হাজার ২০০ জনের বেশি দমকলকর্মী কাজ করে।

ক্যালিফোর্নিয়ায় গভর্নর গ্যাভিন নিউসম চারটি উত্তরাঞ্চলীয় কাউন্টিতে দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করেছেন।

এই ধরনের পরিস্থিতি প্রায়শই দীর্ঘমেয়াদী, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের দ্বারা উত্থিত অস্বাভাবিক, স্বল্পমেয়াদী এবং প্রাকৃতিক আবহাওয়ার নিদর্শনগুলির সংমিশ্রণ থেকে ঘটে। গত ৩০ বছরে বৈশ্বিক উষ্ণায়ন পশ্চিমকে আরও উত্তপ্ত ও শুষ্ক করে তুলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিরূপ আবহাওয়া সৃষ্টি হয়েছে পশ্চিমা দেশগুলোতে। এর ফলাফলই ঘন ঘন তাপদাহ ও দাবানলের মত প্রাকৃতিক দুর্যোগ।

সিবি/এডিবি/