ন্যাভিগেশন মেনু

গাজীপুরে গত ২৪ ঘন্টায় ৮৮ জনের করোনা সনাক্ত, মৃত ২


গাজীপুরে কোন মতেই রোধ করা যাচ্ছেনা করোনা সংক্রমণ। জেলায় প্রতিনিয়তই বাড়াছে করোনা সংক্রমণের সংখ্যা। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮৮ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। 

এ নিয়ে জেলায় করোনা সনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩ হাজার ৫২৩ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে গাজীপুর জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩ জনে। জেলায় এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৫ জন।’

তিনি আরও জানান, ‘গত ২৪ ঘন্টায় জেলায় ৩৭০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮৮ জনের করোনা সনাক্ত হয়েছে। নতুন সনাক্তদের মধ্যে রয়েছেন জেলার কালিয়াকৈরে ৫ জন, কালিগঞ্জ ২০ জন, কাপাসিয়া ১১ জন, শ্রীপুরে ২১ জন ও গাজীপুর সদরে ৩১ জন। জেলায় এ পর্যন্ত ২৪ হাজর ১৯০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।‘

এমআইআর/ এডিবি