ন্যাভিগেশন মেনু

উড়িষ্যা সমুদ্রে ভেসে থাকা ১৯ বাংলাদেশি মৎস্যজীবী উদ্ধার


উড়িষ্যার পারাদ্বীপ উপকূল থেকে বাংলাদেশি ১৯ মৎস্যজীবীকে উদ্ধার করেছে ভারত। নৌকা ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর ১০ দিন ধরে সমুদ্রে ভাসছিল নৌকাটি।

বুধবার (৯ ডিসেম্বর) ভারতের কোস্টগার্ড জানায়,মৎস্যজীবীদের নিয়ে নৌকাটি সমুদ্রে ভাসতে ভাসতে উড়িষ্যার পারাদ্বীপ উপকূল পৌঁছায়। পরে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরদ বিপদগ্রস্থ  বাংলাদেশি নৌকা থেকে ১৯  বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন কোস্টগার্ডের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশিদের উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড।

এর আগে, কক্সবাজার শহরের উত্তর নুনিয়ার ছড়া এলাকার নজির হোসেন কোম্পানির ‘এফভি রানা’ নামের ট্রলার নিয়ে মঞ্জুর মাঝি ১৮জন জেলেসহ গত ১৫ নভেম্বর মাছ শিকারে যান দক্ষিণ বঙ্গোপসাগরে। মাছ শিকার শেষে আট থেকে ১০ দিনের মধ্যে সাগর থেকে তাদের ফেরত আসার কথা থাকলেও এখন পর্যন্ত তারা ফেরেননি বলে জানান ট্রলার মালিক।

নিখোঁজ জেলেদের কয়েকজন হচ্ছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাংলাবাজার এলাকার জেলে মঞ্জুর মাঝি, কমলনগর উপজেলার চরফলকন এলাকার জেলে মো. মোক্তার, একই এলাকার জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসেন, জসিম উদ্দিন, মো. জাফর, তাজুল ইসলাম ও শাহে আলম। অন্য জেলেদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

> সাগরে মাছ ধরতে গিয়ে ২১ দিন ধরে নিখোঁজ ১৯ জেলে

সিবি / এস এস