ন্যাভিগেশন মেনু

গোয়ালন্দ পৌরসভার বাজেট ঘোষণা


রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৫০ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার ৮৬৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ জুন) পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৮৫ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ১৫ লাখ টাকা।

মোট উন্নয়ন আয়ের লক্ষ্যমাত্রা প্রকল্পসহ ৪৬ কোটি ৭ লাখ ৯৮ হাজার ৫৫৬ টাকা। এতে মোট উন্নয়ন ব্যয় (প্রকল্পসহ) ৪৬ কোটি ৭ লাখ ৪৮ হাজার ৫৫৬ টাকা। মোট উন্নয়ন উদ্বৃত্ত প্রকল্পসহ ৫০ হাজার টাকা। মোট মূলধন আয় ৪৬ লাখ ১২ হাজার ৩০৭ টাকা। ২২ লাখ ১২ হাজার ৩০৭ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।

বাজেট ঘোষণার সময় গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, ‘এই বাজেট আগামী দিনের শহর উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ এবং নাগরিক সেবার মান বৃদ্ধির মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খা পূরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক মামুন, সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক, সচিব রুহুল আমিন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ওম্বার আলী।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে পৌর মেয়র তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন ও বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন।

কেআরআই/সিবি/এডিবি/