ন্যাভিগেশন মেনু

চট্টগ্রামে আরও ১৬২ জনের করোনা সনাক্ত


চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১৬২ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৯৩ জনে। এদিন জেলায় নতুন করে ১৬ জন সুস্থ হয়েছেন ফলে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৩৪০ জন। এছাড়া নতুন করে ৩ জনসহ এ পর্যন্ত মারা গেছেন ২১৩ জন।

শুক্রবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল হাসপাতাল, শেভরণ ল্যাব ও বিআইটিআইডি থেকে ৭৮১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। যার মধ্যে চট্টগ্রামের ১৬২ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ১১৭ জন, হাটহাজারীর ১৪ জন, রাউজানের ৭ জন, মিরসরাইয়ের ৬ জন, বাঁশখালীর ৪ জন, ফটিকছড়ির ৪ জন, সীতাকুণ্ডের ৩ জন, রাঙ্গুনিয়ার ২ জন ও সন্দ্বীপের ২ জন রয়েছেন। এছাড়া আনোয়ারা, চন্দনাইশ ও পটিয়ায় নতুন করে ১জন করে আক্রান্ত হয়েছেন।

ওয়াই এ/ এডিবি