ন্যাভিগেশন মেনু

চট্টগ্রামে ৫ম আইটি ফেয়ার সম্পন্ন


দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস (এসসিআইটিপি) যৌথ আয়োজনে তিনদিনব্যাপী ৫ম চট্টগ্রাম আইটি ফেয়ার-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়।

চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ, এসসিআইটিপি’র সভাপতি মোঃ আবদুল্লাহ ফরিদ ও মহাসচিব মোঃ সাইফুল ইসলাম মাহিন, গোল্ড স্পন্সর ডিডিএন’র রিদুয়ানুল কবির, টেকনোলজি পার্টনার লিংথ থ্রি’র ফয়সাল বিন আমির অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় চেম্বার পরিচালকদ্বয় মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) ও অঞ্জন শেখর দাশসহ এসসিআইটিপি’র নেতৃবৃন্দ, মেলার স্পন্সর, পার্টনার ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং আগত দর্শনার্থবৃন্দ উপস্থিত ছিলেন।

চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, ৯০ এর দশকে প্রতিবেশী দেশ ভারত তথ্য প্রযুক্তিতে নিজেদের মনোনিবেশ করে। যার ফলে বর্তমানে আইটি সেক্টরে তারা সমগ্র বিশ্বে নেতৃত্ব প্রদানকারী অবস্থানে রয়েছে। এমাজন, গুগল, মাইক্রোসফটসহ বিশ্বের নামিদামী আইটি প্রতিষ্ঠানগুলো কাজ করছে ভারতে। প্রধানমন্ত্রী চট্টগ্রামকে বাণিজ্যিক নগরীর পাশাপাশি সিলিকন সিটির আদলে গড়ে তুলতে তথ্য প্রযুক্তির উন্নয়নে নিয়েছেন অনেকগুলো পরিকল্পনা। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী প্রজন্ম টেকনোলজি এবং নলেজবেইজড সোসাইটিতে রূপান্তরিত হবে। একই সাথে সরকারের লক্ষ্য অনুযায়ী আগামী ৫ বছরে আইটি খাত থেকে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

তিনি বলেন, সরকার ফ্রিল্যান্সারদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও নিজেদেরকে আরো দক্ষ করে তুলতে নগরীর চান্দগাঁও এ শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারে ১টি ফ্লোর চিটাগাং চেম্বারকে প্রদান করেছেন। যেখান থেকে ৬ মাস বিনা ভাড়ায় কাজ করার সুযোগ পাবেন ফ্রিল্যান্সাররা। আগামীতে দেশের আইটি সেক্টর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পৃক্ত করার মাধ্যমে আরো বড় পরিসরে মেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসসিআইটিপি’র সভাপতি আবদুল্লাহ ফরিদ বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে। এজন্য জ্ঞানভিত্তিক প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি প্রয়োজন। এজন্য আমরা মেলার পাশাপাশি আইটি সংশ্লিষ্ট সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন করেছি। যেখানে অংশগ্রহণ করে উপকৃত হয়েছেন আইটি খাতের উদ্যোক্তা, পেশাজীবী ও ফ্রিল্যান্সাররা। দেশে অন্যতম উন্নয়ন সহযোগী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বারের সাথে আমরা আগামীতে আরো বৃহৎ পরিসরে মেলা আয়োজন করবো।

অনুষ্ঠান শেষে মেলার প্লাটিনাম স্পন্সর এফ-ফাইভ, গোল্ড স্পন্সর ডিডিএন, সিলভার স্পন্সর সফোজ, টেকনোলজি পার্টনার লিংথ থ্রি, সাইবার সিকিউরিটি পার্টনার বিটলস সাইবার সিকিউরিটিসহ সকল অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, তিনদিনব্যাপী এই মেলায় ভারত, যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য, চীন ও আয়ারল্যান্ডের মালিকানাধীন আইটি ও সল্যুশন বেইজড প্রতিষ্ঠানসহ ৪০টি প্রতিষ্ঠানের ৬০টি স্টল অংশগ্রহণ করে। প্রায় ৭-৯ হাজার দর্শনার্থী মেলা পরিদর্শন করেন।