ন্যাভিগেশন মেনু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের সাংহাই শহরের ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির (ইসিএনইউ) সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের সাথে চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন নেতৃত্বে চায়না নরমাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এ সংক্রান্ত এক মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর শিক্ষকবৃন্দ, চবি রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট ব্যক্তিগন উপস্থিত ছিলেন। 

ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সদস্যরা হলেন-  ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট জিইউ হংলিয়াং; ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল পলিসি রিসার্চ এর ভাইস ডিন ঝাং ওয়েনমিং; স্টেট কি ল্যাবরেটরি অফ এস্টুয়ারাইন অ্যান্ড কোস্টাল রিসার্চ এর  অ্যাসোসিয়েট প্রফেসর এইচই লিজুন; আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বিভাগের প্রোগ্রাম অফিসার জেস চেং জিয়াওহং। 

চবি উপাচার্য বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নের জন্য যৌথ গবেষণা ও শিক্ষা বিনিময় জরুরী। ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের আরও কিছু বিশ^বিদ্যালয়ের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় বিভিন্ন যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান সরকারের গৃহিত পদক্ষেপের অংশ হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান-গবেষণার ক্ষেত্র সম্প্রসারণের পাশাপাশি চায়নিজ ভাষাসহ বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন, উন্নত প্রযুক্তির ব্যবহার, গবেষণায় উৎকর্ষ সাধন ও যুগোপযোগী শিক্ষায় প্রশিক্ষিত হওয়ার লক্ষ্যে বর্তমান প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।" 

ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির প্রতিনিধি দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে নিয়মিতভাবে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, গবেষণা ও একাডেমিক কার্যক্রম যৌথভাবে পরিচালনার মাধ্যমে সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিনিধি দল।