NAVIGATION MENU

দিনাজপুরে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের স্মারকলিপি পেশ


দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার গুনগত মান নিশ্চিতের স্বার্থে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

দুপুর ১২টায় দিনাজপুর সদর উপজেলা পরিষদে বাশিস উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রমেন্দ্রনাথ রায় ও সচিব মোঃ আব্দুল আজিজের নেতৃত্বে সদস্যরা স্মারকলিপি প্রদান করেন।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় সারাদেশে একযোগে করোনাভাইরাস পরিস্থিতিতে সংক্ষিপ্ত কর্মসূচির আওতায় জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করে দিনাজপুর বাশিস’র (বড়বন্দর) জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

উপজেলা নেতৃবৃন্দ জানান, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। আমরা শিক্ষা ক্ষেত্রের এই বৈষম্যের অবসান কামনা করছি। সেই সাথে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবিলম্বে চাকরি জাতীয়করণের দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট অনুরোধ জানান।

এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বড়বন্দরের সভাপতি মোঃ শামসুল হক, সচিব মোঃ নেজামুল ইসলাম ও অতিরিক্ত সচিব জয়নাল আবেদীনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য, যোগাযোগ প্রযুক্তি) মোঃ সানিউল ফেরদৌসের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী, বিনয় কুমার রায়, আশরাফুল ইসলাম, মকবুল হোসেন, মামুনুর রশীদ, আনোয়ার হোসেন ও আলমগীর উপস্থিত ছিলেন।

এম এ/ ওয়াই এ/এডিবি