ন্যাভিগেশন মেনু

চিনে টাইফুন ‘ইন-ফা’ আঘাত হানবে রবিবার


চিনে গত কয়েকদিনের প্রবল বর্ষণের পর এবার আছড়ে পড়বে টাইফুন ইন-ফা। দেশটির পূর্বাঞ্চলে রবিবার (২৫ জুলাই) আছড়ে পড়তে চলেছে ‘ইন-ফা’।

এর প্রভাবে প্রবল বাতাস বইছে এবং ভারী বৃষ্টিপাত চলছে। এটি আজ বিকেল অথবা সন্ধ্যার দিকে নিঙবোর প্রধান নৌ ন্দরের কাছে স্থলভাগে আঘাত হানতে পারে। 

দেশটিতে গত কয়েক দিনের বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসের ভয়াবহ পরিস্থিতি মধ্যে এই টাইফুন আঘাত হানছে।

ইন-ফা'র পাশাপাশি ‘নেপার্টাক’ নামে আরও একটি ঘূর্ণিঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরে শক্তি সঞ্চয় করছে। এর প্রভাব পড়তে পারে জাপানের মূল ভূখণ্ডে।

গত চার দিন ধরে দফায় দফায় ভারী বৃষ্টিতে দেশটির পূর্বাংশের অনেক জায়গায় বন্যা সৃষ্টি হয়েছে। চিনের ঝেংঝউ-সহ মোট ২২টি শহর এখন বন্যার কবলে। ইতোমধ্যেই ৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চিনের পূর্ব উপকূল জুড়ে সমুদ্র, বিমান ও রেলওয়ে চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া বৃহত্তম নগরী সাংহাইয়ে রবিবার সকালে টাইফুনের প্রভাব পড়েছে। রবিরার নগরীর দুটি আন্তর্জাতিক বিমান বন্দরের ফ্লাইট উঠা-নামা বাতিল করা হয়েছে। নির্ধারিত কয়েক ডজন ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া সাংহাই এবং নিঙবো বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

সাংহাই এবং সাংহাই ডিজনিল্যান্ডসহ অন্যান্য শহরে জনসাধারণের আকর্ষণীয় স্থান বন্ধ করে দেওয়া হয়েছে। লোকদের বাইরের কাজকর্ম এড়াতে সতর্ক করা হয়েছে।

গত সপ্তাহে মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে মাত্র তিন দিনে এক বছরের বৃষ্টিপাত হয়েছে। অনেক জায়গাতেই আটকেপড়া বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে।৷ বন্যার ফলে পানীয় জলের সমস্যাও এখন চরমে। ঝেংঝউ শহরেই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ৬০ বছরে এমন বৃষ্টিপাত চিনে হয়নি ৷

এডিবি/