ন্যাভিগেশন মেনু

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ


দেশের উত্তরাঞ্চলে গত তিন দিন ধরে চলমান মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরেই মিলছেনা সূর্যের দেখা। গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ। তীব্র শীতে কষ্টে ভুগছেন হতদরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই।

রবিবার (২০ ডিসেম্বর) কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী ৭২ ঘণ্টা মধ্যে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে শীতের তীব্রতায় চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।

স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, শীতের তীব্রতা বেশি থাকায় তারা যেমন কাজে বের হতে পারছেন না। তেমনি নানা ধরনের ঠাণ্ডা জনিত রোগে ভুগছেন বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। এছাড়া অধিকাংশ লোকজন হতদরিদ্র হওয়ায় গরম কাপড়ের অভাবে কষ্ট করছেন তারা।

অন্যদিকে শীতে রেহাই পায়নি পঞ্চগড়বাসীও। শীতে জবুথবু অবস্থা দিন কাটাচ্ছেন তারা। তাপমাত্রা কম থাকায় কর্মহীন হয়ে পড়ছেন অনেকেই।

আজ রবিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, রবিবার (২০ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে শনিবার (১৯ ডিসেম্বর) রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরের আরেক জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কুয়াশা আর হিমেল বাতাসের কারণে জেঁকে বসেছে শীত। রবিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, রংপুর বিভাগসহ দিনাজপুর, রংপুর, সাতক্ষীরা, রাজশাহী, নাটোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এস এ /এডিবি/