ন্যাভিগেশন মেনু

জেএসসি-জেডিসি ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি


সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবছর সারাদেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ।

এবার ৯টি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৭.৯০ শতাংশ। গত বছর এই পাসের হার ছিল ৮৫.৮৩। এবার পাসের হার বেড়েছে ২.০৭ শতাংশ।

এছাড়া এবছর জেএসসি ও জেডিসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ লাখ ২ হাজার ৫৩জন। এর মধ্যে ২২ লাখ ৮৭ হাজার ২৭১ জন পরীক্ষার্থী পাস করেছে।


এস এ  / এস এস