ন্যাভিগেশন মেনু

জৈন্তাপুরে বন্যপ্রাণী পিটিয়ে হত্যা করায় ১০ জনের বিরুদ্ধে মামলা


সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন প্রজাতির ৯টি বন্যপ্রাণী পিটিয়ে হত্যা করায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বনবিভাগ।

শনিবার (৩০ মে) বনবিভাগের সারি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান,  বনআইনে দুজনের নাম উল্লেখ করে ও আজ্ঞাত আরও ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামে ছয়টি শেয়াল, একটি বেজি, দুটি বড় বাঘডাশকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। পরে ওই প্রাণীর ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হলে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে।

মামলা দায়েরের পর শনিবার জৈন্তাপুর থানা পুলিশ, সিলেট বনবিভাগের একটি প্রতিনিধি দল এবং শ্রীমঙ্গল থেকে ওয়াইল্ডলাইফের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এডিবি/