ন্যাভিগেশন মেনু

টিকাপ্রাপ্তদের ওমরাহ পালনের সুযোগ


শুধুমাত্র টিকাপ্রাপ্তদের সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের আবেদন আগামী ৯ আগস্ট থেকে গ্রহণ করা হবে।

রবিবার (৮ আগস্ট) আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) রবিবার প্রতিবেদনে জানিয়েছে, ওমরাহযাত্রীদের ইসলামিক আচার-অনুষ্ঠান পালন এবং গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করতে পারবেন।

দেশটির হজ ও ওমরাহ উপমন্ত্রী আব্দুলফাত্তাহ বিন সুলাইমান মাশাত ব্যাখ্যা করে বলেছেন, মন্ত্রণালয় আসন্ন ওমরাহ মৌসুমের আগে অন্যান্য কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করেছে, যাতে হজযাত্রীদের ভ্রমণকালীন নিরাপদ ও নিরাপদ পরিবেশ তৈরি হয়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘সৌদি আরবের প্রবেশ-নিষেধের তালিকায় যেসব দেশের নাম আছে সেখান থেকে আসা টিকা নেওয়া ভ্রমণকারীদের সৌদিতে উপস্থিত হওয়ার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

সরকারি ঘোষণা অনুযায়ী, চলতি বছর ১ মুহররম বা ১০ আগস্ট থেকে বাইরের দেশসমূহের মুসল্লিরা ওমরাহ পালনে প্রবেশ করতে পারবেন সৌদিতে। তবে ১৮ বছর বা তার ঊর্ধ্ববয়সীরাই কেবল প্রবেশের অনুমতি পাবেন।’

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘অভ্যন্তরীণ ও বিদেশি ওমরাহ আবেদনকারীদের আবেদনের সঙ্গে অনুমোদিত কোভিড-১৯ টিকার সনদ জমা দিতে হবে।’

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারি শুরু পর থেকে করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে হজ ও ওমরাহ পালন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিল সৌদি সরকার। ছয় মাসেরও বেশি সময় স্থগিতাদেশ জারি রাখার পর গত বছর অক্টোবরে দেশিয় নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেয় সরকার।

এমআইআর/এডিবি/