NAVIGATION MENU

ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল করোনা আক্রান্ত


করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম ।

দবিরুল ইসলাম করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ২১ আগস্ট সংসদ দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।

পরীক্ষা-নীরিক্ষা শেষে রবিবার সন্ধ্যায় দিনাজপুর থেকে প্রাপ্ত ফলাফলে সাংসদ দবিরুল ইসলাম কোভিড-১৯ শনাক্ত হয়।

কোভিড-১৯ শনাক্তের পর এই সংসদ সদস্য বাড়িতে অবস্থান করছেন। সেখানে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাড়ির অন্য সদস্যরা সুস্থ রয়েছেন। কারও কোনো উপসর্গ নেই ।

ঠাকুরগাঁও ২ আসন থেকে সাত বার নির্বাচিত এ সংসদ সদস্য ছাড়াও এদিন জেলার সদর উপজেলায় তিনজন, বালিয়াডাঙ্গী উপজেলায় ছয় জন, পীরগঞ্জ উপজেলায় তিনজন, রাণীশংকৈল উপজেলায় দুইজন ও হরিপুর উপজেলায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন এই ১৫ জনসহ জেলায় এ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১০ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

এডিবি/এস এস