ন্যাভিগেশন মেনু

ঢাবির সান্ধ্যকালীন এমবিএ ভর্তি পরীক্ষা বাতিল


অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সান্ধ্যকোর্সে শিক্ষার্থী ভর্তির ‘বিতর্কিত’ পরীক্ষা বাতিল করেছে ব্যবসা শিক্ষা অনুষদ। 

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে ওই পরীক্ষা হওয়ার কথা ছিল।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘পরীক্ষার নেওয়ার বিষয়ে আমি অবগত ছিলাম না। পরে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্যের ভিত্তিতে ডিনকে পরীক্ষা বাতিলের অনুরোধ জানাই। এরপর পরীক্ষা বাতিল করা হয়।’

সান্ধ্যকালীন এমবিএ ৪৫তম ব্যাচের এই ভর্তি পরীক্ষার জন্য আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী শুক্রবার সকালে ১১টায় এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষায় অংশ নিতে হাজারের বেশি শিক্ষার্থী কেন্দ্রে পৌঁছায়। তবে গণমাধ্যমে খবরটা প্রকাশ পেলে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে খুদেবার্তা দিয়ে পরীক্ষা বাতিল করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সান্ধ্য কোর্সের ব্যাপক সমালোচনা করেছিলেন। এরপরই বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন সান্ধ্য কোর্সের বিষয়ে কঠোর হয় এবং কয়েকটি বিশ্ববিদ্যালয় সান্ধ্য কোর্স বন্ধের কথা জানায়। 

এরপর সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রাষ্ট্রপতির বক্তব্যকে সমর্থন দেন। তিনি সান্ধ্য কোর্সের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ইউজিসিকে কঠোর হতে বলেন। 

এডিবি/