ন্যাভিগেশন মেনু

তালেবানের হাতে অবরুদ্ধ আফগানিস্তানের ৩ প্রাদেশিক শহর


আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের পর দেশের আরও দুইটি গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী লশকর গাহ এবং হেরাত এখন তালেবানের হাতে অবরুদ্ধ হয়ে পড়েছে।

বিবিসি জানায়, দেশটির সরকারি বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে তিনটি শহরে। যে কোনও সময় এই শহরগুলো তালেবানের দখলে চলে যেতে পারে।

গত রবিবার দেশের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার বিমানবন্দরে তালেবানের রকেট হামলার পর বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। এই কান্দাহার দখল নিতে পারলে তালেবানের কাছে তা হবে বিশাল বিজয় - কারণ একসময় তালেবানের কেন্দ্রই ছিল এই শহরটি।

তাছাড়া, হেলমান্দ প্রদেশের রাজধানী লশকর গাহ নিয়ন্ত্রণে রাখতে তালেবান অবস্থানের ওপর সরকারি বাহিনী গত কদিন ধরে বিমান হামলা চালালেও পরিস্থিতি নাজুক। এ শহরটি দখল নিতে পারলে ২০১৬ সালের পর এই প্রথম তালেবান কোনো প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ পাবে।

পশ্চিমের সবচেয়ে বড় শহর হেরাতের নিয়ন্ত্রণ রাখতে আফগান সেনাবাহিনীর কমান্ডোরা শক্ত প্রতিরোধ তৈরির চেষ্টা করছে।

শুক্রবার তালেবান সেখানে জাতিসংঘ অফিসের চত্বরে হামলা চালায়, কিন্তু জানা গেছে সরকারি বাহিনীর পাল্টা হামলার পর পিছু হটেছে তালেবান। হেরাতের সাবেক গভর্নর এবং সাবেক এক মুজাহেদিন কমান্ডার ইসমাইল খান কয়েকশ' উপজাতীয় যোদ্ধাকে নিয়ে হেরাতের নিয়ন্ত্রণ ধরে রাখতে সেনাবাহিনীকে সাহায্য করছেন।

কিন্তু কতোদিন সরকারি বাহিনী তালেবানকে প্রতিরোধ করতে পারবে - তা নিয়ে কাবুল সরকার থেকে শুরু করে যুক্তরাষ্ট্র সরকার - সবাই উদ্বিগ্ন।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি সোমবার পার্লামেন্টে এক ভাষণে পুরো পরিস্থিতির জন্য তড়িঘড়ি করে মার্কিন সৈন্য প্রত্যাহারকে দায়ী করে বলেন, তিনি যুক্তরাষ্ট্রকে আগে থেকেই বার বার সতর্ক করেছিলেন।

এডিবি/