ন্যাভিগেশন মেনু

তুরস্কে দাবানলে ৬ জনের মৃত্যু


তুরস্কের ভয়াবহ দাবানলের পঞ্চমদিনের মতো লড়াই করে যাচ্ছে কয়েক হাজার দমকলকর্মীসহ রাশিয়া থেকে ভাড়ায় আনা তিনটি উড়োজাহাজ। তাছাড়া আগুন নেভাতে কাজ করছে হেলিকপ্টার। দাবানলে ইতোমধ্যেই ছয়জনের মৃত্যু হয়েছে।

তুরস্কের এই দাবানলের ফলে কয়েকটি প্রধান পর্যটন কেন্দ্র হুমকির মুখে পড়েছে। দেশটির ভূমধ্যসাগরীয় এবং ইজিয়ান অঞ্চল, যেখানে ইউরোপের বেশ কিছু উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র রয়েছে, সেখানে আগুনের সাথে লড়াই করছে দমকলকর্মীরা।

পাশাপাশি হেলিকপ্টার থেকে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

ভয়েস অব আমেরিকা জানায়, আগুনের তাপ ও বাতাসের বেগ বেশি হওয়ায় অগ্নিনির্বাপন প্রচেষ্টাকে ব্যাহত করছে।

এই দাবানল তুরস্কের গুরুত্বপূর্ণ পর্যটন শিল্পের জন্য অনেক বড় আঘাত। যা কিনা এখনও কভিড মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে চেষ্টা করছে। আগুনের কারনে দেশটির অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ক্ষতিগ্রস্ত কিছু রিসোর্ট পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে এই অঞ্চলটিকে ‘দুর্গত এলাকা’ হিসেবে ঘোষণা দেন।

অগ্নিনির্বাপনের কাজে রাশিয়া থেকে তিনটি বিমান ভাড়া করা হয়েছে।

এরদোয়ান বলেছেন, প্রতিবেশী ইউক্রেন, রাশিয়া এবং আজারবাইজান থেকে বিমান এসেছে এবং আরও আসার কথা রয়েছে।

এডিবি/