ন্যাভিগেশন মেনু

তৃতীয় ঢেউয়ের চোখরাঙানির মাঝেই ভারতে সামান্য স্বস্তি


শিয়রে নিশ্বাস ফেলছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। অক্টোবরের মধ্যে তা শীর্ষে উঠবে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা এমনই। আর তাকে প্রতিহত করতে সবরকম সতর্কতামূলক ব্যবস্থাকে হাতিয়ার করে করোনা যুদ্ধে পুরোদমে নেমেছে ভারত।

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও, অনেকটা কমল অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান বলছে, গত ১৫৬ দিনের মধ্যে সবচেয়ে কম অ্যাকটিভ রোগীর সংখ্যা, শতকরা হিসেবে যা ০.৯৮%। গত মার্চ থেকে এটাই সর্বনিম্ন। আর এই পরিসংখ্যান খানিকটা হলেও উদ্বেগ কমিয়েছে।

ভারতের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে   আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন। মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৪৮৬ জন। আর এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগী ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১ জন।

সোমবারও যা ছিল ৩ লক্ষ ৩৩ হাজারের বেশি। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৭ লক্ষ ২০ হাজার ১১২। মারণ ভাইরাসের বলি মোট ৪ লক্ষ ৩৫ হাজার ১১০।

কোভিডের তৃতীয় ঢেউ প্রতিহত করতে এই মুহূর্তে টিকাকরণ প্রক্রিয়া চলছে জোরকদমে। স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩ লক্ষ ৮৫ হাজার ২৯৮ জন পেয়েছেন করোনা ভ্যাকসিন । এ নিয়ে মোট টিকাপ্রাপকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ কোটি ৮৯ লক্ষ ৯৭ হাজার ৮০৫।  এর মধ্যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ১ কোটি জনগণের ডবল ডোজ ভ্যাকসিন হয়ে গিয়েছে, যা খানিকটা ব্যতিক্রমী বলেই উল্লেখ করছেন স্বাস্থ্যবিশেষজ্ঞরা।

এস এস