ন্যাভিগেশন মেনু

দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় ৩৩৭ জন নিহত


দক্ষিণ আফ্রিকার এ মাসে দাঙ্গায় ৩৩৭ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার মৃতের সংখ্যা ছিল ২৭৬। 

দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের একজন মন্ত্রী খুম্বুডজো ন্যাশনভেনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকান পুলিশ গাউতেং প্রদেশে সহিংসতা সংশ্লিষ্ট মৃতের সংখ্যা সংশোধন করে ৭৯ জনের এবং কওয়াজুলু-নাতালে ২৫৮ জনের কথা জানিয়েছে।’

তিনি আরও জানান, সহিংসতা চলাকালে মারাত্মকভাবে আহত লোকজন পরে মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে যায়।

দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে গত মাসে প্রেসিডেন্ট হিসেবে নিজের শাসনামলে দুর্নীতির তদন্তে অংশ না নেওয়ায় আদালত অবমাননার দায়ে তাকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। গত ৭ জুলাই বিকেলে তিনি আত্মসমর্পণ করার পর থেকেই দেশটির প্রধান বাণিজ্যিক শহর ডারবানসহ কয়েকটি শহরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা চলতে থাকে।

বিবিসি জানায়, দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শহরাঞ্চল সোয়েতোতে বেশ কিছু শপিংমল পুরোপুরি লুট করা হয়েছে। এই শহরটিতেই নেলসন ম্যান্ডেলার বাড়ি ছিল। শহরটির এটিএমগুলো ভেঙ্গে ফেলা হয়েছে, রেস্তোরাঁ, অ্যালকোহল ও কাপড়ের দোকান সবকিছু ভেঙ্গে-চুরে ফেলা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার টাইমসলাইভ নিউজ সাইটের প্রতিবেদনে বলা হয়, ক্বয়াজুলু-নাটাল শহরে গবাদিপশুও চুরি করা হয়েছে। কিছু কিছু এলাকায় অ্যাম্বুলেন্সগুলোর উপরও হামলা চালিয়েছে দাঙ্গাকারীরা।

এডিবি/